কুমিল্লায় মহাসড়কে ৫০ কিমি যানজট

কুমিল্লায় মহাসড়কে ৫০ কিমি যানজট

কুমিল্লায় মহাসড়কে ৫০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর থেকে দাউদকান্দি পর্যন্ত এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে এ যানজট শুরু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের চান্দিনা, নিমসার ও মাধাইয়া এলাকায় তিনটি মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে যানবাহনের জটলা বাধে। তা ছাড়া বৃহস্পতিবার এমনিতেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকে। এ দুই কারণেই দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়। এদিকে যানজট নিরসনে কাজ করছেন হাইওয়ে পুলিশ সদস্যরা।

কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহণের যাত্রী আবুল হোসেন জানান, সকাল ৮টার দিকে তিনি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন। তিন ঘণ্টা সময় অতিবাহিত করে তাকে বহনকারী বাসটি দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছায়।

তিনি জানান, ৪০ মিনিটের এ সড়ক পাড়ি দিতে তাকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

রয়েল পরিবহণের যাত্রী আরাফাত হোসেন জানান, তিনি ঢাকা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অনায়াসেই এসেছেন। কিন্তু কুমিল্লা অংশে এসে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন। আড়াই ঘণ্টা যানজটের কবলে থেকে তিনি কুমিল্লা পৌঁছেছেন।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তা ছাড়া কুমিল্লা অংশে তিনটি মালবাহী যানবাহন দুর্ঘটনার কবলে পড়ায় যানজটের তীব্রতা আরও বেড়েছে।

তিনি বলেন, মহাসড়কের ঢাকামুখী লেনে বিভিন্ন স্টেশনকে কেন্দ্র করে যানজট রয়েছে। তবে ঢাকা থেকে কুমিল্লামুখী সড়কে যানজট কম রয়েছে। আমরা এ যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছি।

সারাদেশ