ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ৮ জেলায় বজ্রপাতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।
বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও আরও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এমন পরিস্থিতিতে প্রাণহানি বন্ধে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জনগণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করতে অনুরোধ করেছেন।
ভারতে প্রতি বছর বর্ষার মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ প্রাণ হারায়। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে প্রচুর মানুষ বাড়ির বাইরে কাজ করে। অনেক সময় বজ্রপাত আঘাত হানার আগে সেভাবে সতর্ক না থাকার কারণে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
বজ্রপাতে প্রাণহানির ঘটনায় প্রতি পরিবারকে ৪০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। গত কয়েক বছরে ভারতে বজ্রপাতের ঘটনা অনেক বেড়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি বৈঠক করেছিলেন। এতে রাজ্যের স্কুল, হাসপাতালসহ সমস্ত সরকারি ভবন বজ্র নিরোধক করতে নির্দেশ দেন তিনি।