দেশের মহামারিবিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যবিদেরা গত জুলাই মাসের শেষ সপ্তাহে বলেছিলেন, করোনা পরিস্থিতি কোন দিকে যাবে, তা ওই সপ্তাহে স্পষ্ট হতে পারে। এর ঢেউ শেষের পথে কি না, তারও নির্ণায়ক হয়ে উঠেছিল সপ্তাহটি। দেখা গেছে, জুলাইয়ের বিশেষ ওই সপ্তাহজুড়ে করোনা শনাক্ত তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ৩৬ শতাংশ কম হয়েছে। এখন বিশেষজ্ঞরা বলছেন, আর বড় ধরনের সংক্রমণের আশঙ্কা নেই।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন প্রথম আলোকে গতকাল সোমবার বলেন, ‘এবারের ঢেউ শেষের পথে আছে বলে মনে হয়। এ ঢেউয়ের উচ্চতা ছোট ছিল। কিন্তু যে হারে উঠেছিল, নেমেছে তার চেয়ে কম সময়ে। বড় ধরনের সংক্রমণের আশঙ্কা আর করছি না।’
বাংলাদেশে এযাবৎ করোনার যে পাঁচটি ঢেউ গেছে, তার মধ্যে চলতি বা পঞ্চম এ ঢেউই অপেক্ষাকৃত কম সময়জুড়ে ছিল। এর পেছনে কয়েকটি উদ্যোগ কাজ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এবারের ঢেউ আকারে ছোট হলেও নতুন কোনো ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেননি বিশেষজ্ঞরা।বিস্তারিত