সর্বভারতীয় ফুটবল সংস্থার (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা।
শুক্রবার এক বিবৃতিতে ফিফার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ১১ দিন পর উঠল এই নিষেধাজ্ঞা। ফলে অক্টোবরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে ভারতের আর কোনও বাধা নেই।
গত ১৫ আগস্ট দিবাগত রাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। সংস্থার কার্যকলাপে ‘তৃতীয় পক্ষের অনুপ্রবেশের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে।
এরপরই নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। গত সোমবার সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশ ফিরিয়ে নেয় এবং সিওএ বাতিল করে। এআইএফএফ-এর ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সুনন্দ ধরের হাতে। পাশাপাশি, ফিফা এবং এএফসি যেভাবে নির্দেশ দিয়েছে, তা মেনে চলার কথা বলা হয়।গোটা ঘটনার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিখিত আকারে সুপ্রিম কোর্টের আদেশ জানিয়ে দেওয়া হয় ফিফাকে।
সুপ্রিম কোর্টের রায় আনুষ্ঠানিকভাবে জানানোর চার দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা।
ফিফার এই সিদ্ধান্তের ফলে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে আর কোনও বাধা নেই। নির্ধারিত সূচি মেনেই তা আয়োজন করা হবে। পাশাপাশি, আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে।আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি।
শুক্রবার এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী, সিওএ’র বিধান খারিজ করা হয়েছে। পাশাপাশি, এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম সামলাবেন সংস্থার কর্তাই, সেটাও বলা হয়েছে। এআইএফএফ-এর নির্বাচন কীভাবে সম্পন্ন হচ্ছে, তার উপর ফিফা এবং এএফসি নজর রাখবে।