দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের ম্যাচ নিয়ে প্রচণ্ড গরমেও খৈ-এর মতো ফুটছে দুবাইসহ দুই দেশের শত কোটি ক্রিকেটপ্রেমী। অবশ্য এশিয়া কাপের লিগ পর্বে রোহিত শর্মা, বিরাট কোহলিরা মুখোমুখি হয়েছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে। সপ্তাহ আগের ম্যাচটিতে হেসেছিল ভারত।প্রতিশোধ নিয়েছিল গত অক্টোবরের টি-২০ বিশ্বকাপে হারের। গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। ১৪৭ রান টপকে ছিল ৫ উইকেট হাতে রেখে। ভারতের ওই ম্যাচ জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা আজ খেলছেন না।
শুক্রবারই জানা গিয়েছিল জাদেজা চোটের কথা।