এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরে গেছে ভারত। এর আগে প্রথম ম্যাচেও পাকিস্তানের কাছে হেরে যায় রোহিত শর্মারা। সুপার ফোরে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে ক্রিকেট পরাশক্তি ভারত। তবে এখনও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সুযোগ পেতে পারে রোহিত শর্মারা।এক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলোতে ঘটতে হবে অপ্রত্যাশিত কিছু। আর সেই সমীকরণটা খুবই জটিল। বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে।শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।
মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত এবং আফগানিস্তানের ঝুলিতে কোনও পয়েন্ট নেই।
আজ বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে বাবর আজমরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই ছিটকে যাবে ভারত। চূড়ান্তভাবে হাত ছাড়া হবে রোহিত শর্মাদের এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিক সুযোগ।