পাকিস্তান অনেক শক্তিশালী দল’

পাকিস্তান অনেক শক্তিশালী দল’

এশিয়া কাপে শ্রীলঙ্কা অংশ নেয় আত্মবিশ্বাস তলানিতে নিয়ে। পাকিস্তান অংশ নেয় আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে। টি-২০ বিশ্বকাপের পর টানা তিন সিরিজে হেরেছে দ্বীপরাষ্ট্র্র। ১১ ম্যাচে জয় সাকল্যে ২টি।পাকিস্তান অংশ নেয় তিন সিরিজের দুটিতে জিতে। ৭ ম্যাচের ৬টিতেই জিতেছে বাবর আজমের পাকিস্তান। এমন সমীকরণের দুই দলের এশিয়া কাপ জয়ের মিশন ভালোভাবে শুরু হয়নি। নিজেদের সূচনা ম্যাচে দুই দলই হারের তিক্ত স্বাদ নেয়।শুরুর ধাক্কা সামলে দুই দল আজ ফাইনাল খেলবে।

শানাকা বাহিনী আজ ফাইনালে নামছে আসরে টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে। যাতে রয়েছে সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে হারানোর তরতাজা স্মৃতি। তারপরও লঙ্কান অধিনায়ক হালকা মেজাজে নিচ্ছেন না বাবরদের, ‘টানা চার জয়ে আমরা আত্মবিশ্বাসী।কিন্তু ফাইনালে পাকিস্তানকে হাল্কা মেজাজে নেওয়ার কোনো কারণ নেই। ’

ফাইনালের আগে আনুষ্ঠানিকতার ম্যাচ জিতলেও পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন শ্রীলঙ্কান অধিনায়ক, ‘আমরা জানি পাকিস্তান অনেক শক্তিশালী দল। তাদের অনেক ভালোমানের ক্রিকেটার রয়েছেন। খুবই শক্তভাবে ফিরে আসার ক্ষমতা রয়েছে দলটির। তবে ফাইনাল নিয়ে আমরাও প্রস্তুত।শানাকারা খেলতে এসেছেন দেশটির রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ধস নিয়ে। এমন জটিল পরিস্থিতিতে দেশের জনগণকে শিরোপা উপহার দিতে চান লঙ্কান অধিনায়ক, ‘এশিয়া কাপ জিতে আমরা আমাদের জনগণকে কিছু উপহার দিতে চাই। ’

খেলাধূলা