পর্তুগিজ ক্লাবগুলোর মাঠে ফরাসি ক্লাবগুলোর এ বুঝি নিয়তির লিখন!
চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে এর আগে ১৮ বার পর্তুগালে গিয়ে জিততে পারেনি ফরাসি ক্লাবগুলো। উনিশেও ঠিক আগের ধারাই বজায় রইল।পিএসজি সমর্থকেরা সেজন্য দানিলোকে কাঠগড়ায় তুলতে পারেন। ৪১ মিনিটে বেনফিকার এনজো ফার্নান্দেজের সুইং করা ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন পর্তুগিজ রাইটব্যাক। বেনফিকার সমতায় ফেরা এই গোলে শেষ পর্যন্ত পিএসজির আর জয় পাওয়া হয়নি। ১-১ গোলের ড্রয়ে মেসি-নেইমার-এমবাপ্পেদের কাছ থেকে পয়েন্ট কেড়েছে পর্তুগিজ ক্লাবটি।কিন্তু লিওনেল মেসিকে ঠেকানো যায়নি। চ্যাম্পিয়নস লিগে এর আগে দুইবারের মুখোমুখিতে আর্জেন্টাইন তারকাকে গোলবঞ্চিত রেখেছে বেনফিকা। আজ আর পারেনি। মাত্র ২২ মিনিট ঠেকিয়ে রাখার পর মেসি গোলের যে ‘ছবি’টা আঁকলেন তাতে তিনটি দারুণ আঁচড় দুই সহ-শিল্পীর। এমবাপ্পে ও নেইমার!
ডান প্রান্তে বল পেয়ে বক্সের মাথায় দাঁড়ানো কিলিয়ান এমবাপ্পেকে পাস দেন মেসি। ফরাসি তারকা বলটা এক পায়ে রিসিভ করে আরেক পায়ে দেন পেছনে সুবিধাজনক জায়গায় চলে আসা নেইমার। ততক্ষণে ডান দিক দিয়ে মেসি তীব্র গতিতে বক্সের মাথায়, নেইমারের পাস এবং সেই চিরসবুজ বাঁ পায়ের বাঁকানো শট। বলটা রংধনুর বাঁক নিয়ে জালে। বেনফিকা সমর্থকেরা গোলটি মনে রাখবেন অনেক দিন।হয়তো মেসিও মনে রাখবেন। পিএসজি হয়তো জয় পায়নি, কিন্তু চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০টি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড হলো আর্জেন্টাইন তারকার।বিরতির পর জয়ের চেষ্টা করেছে পিএসজি। নেইমার ওভারহেড কিকে ক্রসবারে মেরেছেন, এমবাপ্পে ও আশরাফ হাকিমি বেনফিকা গোলকিপারের পরীক্ষা নিয়েছেন দারুণ শটে। বেনফিকাও বসে থাকেনি। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে রাফা সিলভার কাছ থেকে শট গোলকিপার দোন্নারুম্মা রুখে না দিলে হার নিয়ে ফিরতে হতো পিএসজিজকে।এইচ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে সমান ৭ পয়েন্ট পিএসজি ও বেনফিকার। মঙ্গলবার প্যারিসে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই গ্রুপের অন্য ম্যাচে ইসরাইলি ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারায় জুভেন্টাস। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ইতালিয়ান ক্লাবটি।