দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যানদের কথা ভেবে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে। তাঁকে জায়গা করে দিয়েছেন ইয়াসির আলী।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দলে আছেন তাব্রেইজ শামসি। লুঙ্গি এনগিডির জায়গায় দলে নেওয়া হয়েছে এ বাঁহাতি আনঅর্থোডক্স স্পিনারকে।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাব্রেইজ শামসি।নিজের প্রথম ওভারের শেষ বলে তাসকিন আহমেদ ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মেরেছেন বাভুমা। উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন কোনো সমস্যাই হয়নি বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসানের।
প্রথম ওভারে টেম্বা বাভুমা ফেরার পর ছুটছেন দুই বাঁহাতি—কুইন্টন ডি কক ও রাইলি রুশো। দ্বিতীয় ওভারের জন্য আসা মিরাজকে স্লগ সুইপ করে দুটি ছয় মেরেছেন রুশো—দ্বিতীয় বলের পর পঞ্চম বলে। আগের ওভারে হাসান মাহমুদ দিয়েছিলেন ১১ রান, মিরাজ পঞ্চম ওভারে দিয়েছেন ১৬ রান। ৫ ওভার শেষে ৫৮ রান দক্ষিণ আফ্রিকার।ষষ্ঠ ওভার করতে এসেছিলেন মোস্তাফিজুর রহমান, প্রথম দুই বলে এসেছিল দুটি সিঙ্গেল। এরপরই আবার নেমেছে বৃষ্টি। খেলা বন্ধ করে দিয়েছেন আম্পায়াররা।
১৯৯২। ২০০৩। ২০২২। প্রথম দুটি ওয়ানডে বিশ্বকাপ। বৃষ্টি আর দক্ষিণ আফ্রিকার কান্না যেখানে মিলেমিশে ছিল একাকার। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম যে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, সেটিও দক্ষিণ আফ্রিকার।
হোবার্টে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচে জয় নাগালেই ছিল প্রোটিয়াদের। যদিও জিম্বাবুইয়ানদের অভিযোগ, খেলা চালানো হয়েছিল কিছুটা জোর করেই।
গতকাল বৃষ্টি প্রভাব রেখেছে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়েও।
এবার ইতিহাসেরই অন্যতম আর্দ্র মৌসুম যাচ্ছে অস্ট্রেলিয়ায়। বৃষ্টির প্রভাবও পড়ছে ভালোভাবেই।
সিডনিতে আজ ম্যাচের আগে নেমেছিল বৃষ্টি, তবে টস হয়েছিল নির্ধারিত সময়েই। খেলা শুরুর আগে আবার বৃষ্টি নামলেও খেলাও শুরু হয় নির্ধারিত সময়ে। তবে পাওয়ারপ্লে শেষ না হতেই আবার বৃষ্টি।