আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের কাছে পরাজয় এবং বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এ অবস্থা থেকে বেরিয়ে আসতেই তারা আজ মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের। জিতলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবেন অ্যারন ফিঞ্চরা।অন্যদিকে সুযোগ আছে ইংল্যান্ডকে হারিয়ে রূপকথার গল্প লিখে আসা আয়ারল্যান্ডের সামনেও। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনালের পথ খুলে যাবে আইরিশদের সামনে।
টি-২০ ক্রিকেটে এর আগে একবার দেখা হয়েছে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ডের। ২০১২ সালের বিশ্বকাপের সেই ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।প্রায় ১০ বছর আগের সেই ম্যাচে খেলা অস্ট্রেলিয়া দলের বেশ কজন আজও খেলবেন। অস্ট্রেলিয়ার জন্য আজ সুখবর আছে। ম্যাথু ওয়েড করোনা নেগেটিভ হয়েছেন। তাকে দলে দেখা যেতে পারে।