এবার ঝলক দেখাবেন ‘ভিন্ন’ নেইমার?

এবার ঝলক দেখাবেন ‘ভিন্ন’ নেইমার?

২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মারাত্মক চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর ২০১৮ বিশ্বকাপেও প্রতিভাবান নেইমারের নিজেকে মেলে ধরা হয়নি।এবার নেইমারের সামনে বড় চ্যালেঞ্জ গেল ২০ বছর ধরে শিরোপা খরার ভোগা ব্রাজিলের সমর্থকরা এবার তার দিকেই মুখ করে আছেন। হেক্সা জয়ের মিশনে তিনি তাদের যক্ষের ধন।

সেই আশার পালেই বাতাস দিলেন ‘সম্পূর্ণ ফিট’ নেইমার। তার সতীর্থ সিলভাও বললেন, ‘আমার মনে হয় নেইমার দারুণ ফর্মে থেকেই এই প্রতিযোগিতায় এসেছে। এবার ওর প্রস্তুতি ভিন্ন ছিল। ২০১৪ সালে ও যেমন ভালো খেলছিল ঠিক তেমনই চোট পেয়েছিল, এবং ২০১৮ সালে ও অন্যভাবে টুর্নামেন্টে আসেন কারণ এর আগে ও গুরুতর চোট পায়, তাই বেশি খেলেনি।

এবার ভিন্ন প্রস্তুতি নিয়ে, কোনো আঘাত এবং কোনো চিন্তা ছাড়াই এসেছে, আমরা একজন ফিট নেইমারকে দেখতে পাচ্ছি। ’

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সার্বিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এ ম্যাচে নেইমারের দিকে তাকিয়ে থাকবে দল। যদিও এবারের দলে নেইমার ছাড়াও তারকা খেলোয়াড় রয়েছেন আরও অনেকে।তবুও দলটির প্রাণভোমরা এই পিএসজি তারকাই।

আন্তর্জাতিক