অগভীর পুকুরে স্নানে নেমে কানে গেল জল’, ব্রাজিলকে সতর্ক করলেন তিতে!

অগভীর পুকুরে স্নানে নেমে কানে গেল জল’, ব্রাজিলকে সতর্ক করলেন তিতে!

নিয়মরক্ষার ম্যাচে ৯ পরিবর্তন। আর সেই পরিবর্তনেই মিলেছে হারের স্বাদ। ক্যামেরুনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে বিব্রতকর পরিস্থিতিতে ব্রাজিল। আর অগভীর পুকুরে স্নানে নেমে কানে জল যাওয়ার পর শিস্যদের খুব সতর্ক হতে বলেছেন ব্রাজিলের কোচ তিতে।৫ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই দলকে সতর্ক করে কোচ তিতে বলেছেনন, ‘ব্রাজিল ক্যামেরুনের কাছে হারল, পর্তুগাল হারল দক্ষিণ কোরিয়ার কাছে, ফ্রান্স তিউনিসিয়ার কাছে। আর্জেন্টিনা হেরেছিল সৌদি আরবের সঙ্গে। এই ফলগুলো জানান দেয় প্রতিপক্ষরা বেশ শক্তিশালী ছিল।কঠিন ম্যাচ ছিল। এই ধরণের পরিস্থিতিকে আমরা হালকাভাবে নিয়েছি বলে আমার মনে হয় না। আমাদের অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। ’

তিতে আরও বলেন ‘ক্যামেরুনের বিপক্ষে আমরা সতর্ক ছিলাম।আমরা তাদের সমীহ করেই নেমেছি। কিন্তু তাদের মেধা ছিল, আড়াআড়িভাবে তারা ভালো খেলেছে। তিউনিসিয়া বা অন্য দলের মতো জেতার মেধা তাদের ছিল। … কে হেরেছে? আমরা সবাই। আমাদের প্রস্তুতি হয় যৌথ, আমরা জিতি বা হারিও একসঙ্গে।

’ ‘বিশ্বকাপে হোঁচট খেলে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। এবার সেটা মিলছে। ’

এবার গভীর মনোযোগে তিতে বললেন ‘আগামী ২৪ ঘণ্টা আমাদের মনোযোগ দিতে হবে, ২৪ ঘণ্টা কষ্ট পেতে হবে। তারপর কাল পুরো নতুনভাবে তৈরি হতে হবে। ’

আন্তর্জাতিক