আমরা সবসময় শান্তি চাই : প্রধানমন্ত্রী

আমরা সবসময় শান্তি চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবসময় শান্তি চাই। শান্তিতে বিশ্বাস করি। কিন্তু একদিকে করোনাভাইরাস মহামারী, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ কষ্ট পাচ্ছে। আশা করি, মানুষের এ কষ্ট শিল্পীদের রং-তুলির আঁচড়ে উঠে আসবে।১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ প্রদর্শনী উদ্বোধন করেন।

 

প্রধানমন্ত্রী প্রদর্শনীর সাফল্য কামনা করে বলেন, প্রদর্শনীতে সশরীরে থাকলে ভালো লাগতো। এতগুলো দেশের শিল্পীদের সাথে দেখা হতো।ভার্চুয়ালিও দেখছি। কিন্তু এতে তো মন ভরে না।

জাতীয়