রাজধানীর মিরপুরে কয়েকটি নকশাবহিভূত ভবনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় একটি সাততলা ভবন অতি ঝুঁকিপূর্ণ থাকায় সিলগালা করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাজউক জোন ৩/১ এর আওতাধীন মিরপুর ১৪ সেকশন ১৩ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারওয়ার।
অভিযানকালে তিনি বলেন, এসব এলাকায় ভবন মালিকরা রাজউকের নকশা অনুমোদন নেয়। সেই অনুমোদনকৃত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করছেন না। আমরা এইসব ভবন নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড দিয়েছি। ভবন মালিকদের সচেতন করছি। পর্যায়ক্রমে এ অভিযান চলবে।