অনিয়মের দায়ে ডিএসইর চার কর্মকর্তা বরখাস্ত

অনিয়মের দায়ে ডিএসইর চার কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার কর্মকর্তাকে ভুল তথ্য ও অনিয়মের অভিযোগে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

তবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ওই চার কর্মকর্তাকের শোকজ বা বা কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো সাইফুর রহমান মজুমদার তাঁদেরকে শোকজ বা কারণ দর্শা চিঠি না দিয়ে সরাসরি বরখাস্ত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ডিএসইর মার্কেট অপারেশন বিভাগের এজিএম মোহাম্মদ রনি ইসলাম, একই বিভাগের ম্যানেজার কামরুজ্জামান, কর্মকর্তা হুমায়ন কবির ও রাকিবুর রহমান।

ডিএসইর একটি সূত্র জানায়, সম্প্রতি ডিএসইর ওয়েবসাইটে তালিকাভুক্ত বেশকিছু কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য ভুল প্রকাশ করা হয়। যদিও প্রকাশ করার পরক্ষণে ভুল সংশোধন করে সঠিক তথ্য প্রকাশ করা হয়। কিন্তু এর আগেই ভুল তথ্য দেওয়ার পেছনে কারসাজি চক্রের ইন্ধন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠে।

এছাড়া একটি কোম্পানি নিয়ম ভেঙ্গে স্টক ডিভিডেন্ড ঘোষণা করলেও ডিএসইর মার্কেট অপারেশন বিভাগ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেনি, এমন অভিযোগও ওঠে। এ বিষয়টি নিয়ে সর্বশেষ অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় ভারপ্রাপ্ত এমডির কাছে জানতে চাওয়া হয়। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা শোকজ করার নির্দেশ দেওয়া হয়। এরপরই কোন ধরণের শাস্তি বা শোকজ না করে সরাসরি অভিযুক্ত চার কর্মকর্তাকে বরখাস্ত করলেন সাইফুর রহমান মজুমদার।

ডিএসইর কর্মকর্তারা বলছেন, ভারপ্রাপ্ত এমডি পরিচালনা পর্ষদের নির্দেশনা প্রতিপালন করেননি। এছাড়া, তাঁদের শোকজ না করে সরাসরি বরখাস্ত করার প্রতিষ্ঠানটির নিয়মনীতিরও পরিপন্থী। এক্ষেত্রে যথার্থ প্রক্রিয়া অনুস্বরণ করা হয়নি।

অর্থ বাণিজ্য