জয়ের টার্গেট, নিরপেক্ষ ভোট দাবি

জয়ের টার্গেট, নিরপেক্ষ ভোট দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসন আওয়ামী লীগের দখলে। একটি আসনে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনে সব কটি আসনই পেতে চায় আওয়ামী লীগ।

জাতীয় পার্টি ও বিএনপি মনে করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বদলে ভোটাররা তাদের ভোট দিতে আগ্রহী। জাতীয় পার্টি (জাপা) মনে করে, পাঁচটি আসনেই জয় ছিনিয়ে আনার মতো যোগ্য প্রার্থী তাদের আছে। বিএনপি মনে করে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ তাদের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবে।

খোঁজ নিয়ে জানা যায়, মনোনয়নপ্রত্যাশী নেতারা দল ও এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। কারা দলীয় প্রার্থী হতে পারেন এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যেও আলোচনা চলছে। কিছু প্রার্থী এলাকায় অনুপস্থিত থাকলেও নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে। নিরপেক্ষ ভোট হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পাঁচটি আসনেই যোগ্য প্রার্থী আছে বলে জানান দলীয় নেতারা। জাসদের কয়েকটি আসনে মনোনয়নপ্রত্যাশী আছেন।

বিস্তারিত

রাজনীতি সারাদেশ