৩২৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণখেলাপির মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জসিম উদ্দিন চৌধুরী (৬১)। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সদর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গত মাসে জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হয়। তাঁদের একজন হলেন জসিম উদ্দিন চৌধুরী। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ফেনী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জসিম উদ্দিন চৌধুরী কারাগারে থাকা বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই। রাইজিং স্টার স্টিল নামের একটি প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের এবি ব্যাংকের একটি শাখা থেকে ঋণ নেওয়া হয়। সেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসলাম চৌধুরী। পরিচালক জসিম উদ্দিন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুদকের করা মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচার চলছে।
নুরুল আবসার আরও বলেন, গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।বিস্তারিত