, অমর একুশে পালন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে ব্যাপক প্রস্তুতি

, অমর একুশে পালন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে ব্যাপক প্রস্তুতি

শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় ভার্জিনিয়ার আর্লিংটনের কেনমোর মিডল স্কুলে দিবসটি পালন করা হবে। ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত ডিসি একুশে এলায়েন্সের আয়োজনে দিবসটি পালন করা হবে।

বৃহত্তর ওয়াশিংটন ডিসিস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্‌ক (ডুয়াফি) এবারের অনুষ্ঠানের আয়োজক সংগঠন হিসেবে কাজ করছে। অমর একুশে পালনে এবারের স্লোগান ‘ফিরে যাই আহত বর্ণমালায়!’

আয়োজকদের প্রধান সমন্বয়ক ড. ইসরাত সুলতানা মিতা জানান, এবার একুশে পালনের মূল লক্ষ্য হবে বিভিন্ন দেশের লোকজনের মাঝে একুশ ফেব্রুয়ারি ও ইউনেস্কো কর্তৃক দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরা। এছাড়া ১৯৫২ সালের প্রথম তথা প্রথম বাংলা গান, প্রথম বাংলা নাটক, প্রথম বাংলা ছায়াছবি ইত্যাদি বিষয়গুলোও থাকবে এবারের আয়োজনে। সেইসঙ্গে মেক্সিকো, চীন, ভারতের কলকাতার সাংস্কৃতিক গোষ্ঠীও এবারের অনুষ্ঠানে নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্‌ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইন্‌ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ডিসি, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, আমারা বাঙালি ফাউন্ডেশন, ধ্রুপদ, বাইটপো, বাগডিসিসহ ২৫টি সংগঠন একুশে এলায়েন্সের আয়োজনে এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।

আন্তর্জাতিক সাহিত্য