চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের আসন্ন উপনির্বাচনে সরকারি দল আওয়ামী লীগে প্রার্থীর হিড়িক পড়েছে। আর বিএনপির এ উপনির্বাচন নিয়ে আগ্রহ নেই। তবে জাসদ ‘নৌকায় চড়ে’ আসন পুনরুদ্ধার করতে চায়। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর তৎপরতা না থাকলেও ন্যাপ, ইসলামিক ফ্রন্ট এবং বিএনএফ প্রার্থীরাও এই আসনে ফের লড়তে পারেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ একাংশের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল নৌকা প্রতীকে এ আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হন। এ নেতার মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি উপনির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এই আসনে এমপি হন। গত ৬ ফেব্রুয়ারি তার মৃত্যুর পর আরেকটি উপনির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।বিস্তারিত