নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাত, ৫ শতাধিক ফ্লাইট বাতিল

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাত, ৫ শতাধিক ফ্লাইট বাতিল

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রায় ৪৬ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এ পর্যন্ত ৫০৯টি ফ্লাইট বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহত্তম শহর অকল্যান্ডে রেকর্ড বৃষ্টি ও তাতে দেখা দেওয়া বন্যায় চারজনের মৃত্যুর দুই সপ্তাহ পর ঘূর্ণিঝড়ের কবলে পড়ল দেশটি। গ্যাব্রিয়েল নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের কাছে থাকায় কর্তৃপক্ষ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পেছন পেছন আরেক দুর্যোগপূর্ণ আবহাওয়া এসে হাজির হয়েছে। জরুরি অবস্থা জারির কথা বিবেচনা করছে সরকার। দুর্গতদের জন্য তিনি ৭৩ লাখ ডলারের ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন।

নিউ জিল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, অকল্যান্ডের উত্তরের শহর ফাঙ্গারেইতে সর্বশেষ ১২ ঘণ্টায় ১০০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল
ইতোমধ্যেই অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঘোষণার ফলে ওইসব এলাকার স্থানীয় কর্তৃপক্ষ আরও বেশি ক্ষমতা নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে সাড়া দিতে পারবে এবং তারা ভ্রমণে বিধিনিষেধ আরোপ ও ত্রাণ দিতে পারবে।

এদিকে এয়ার নিউ জিল্যান্ডের ৫০৯টি ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় ১০ হাজার আন্তর্জাতিক যাত্রীর সূচি বিঘ্নিত হয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে বলে আশা করছে নিউ জিল্যান্ডের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

আন্তর্জাতিক