বিএনপির তলে তলে প্রার্থী বাছাই ♦ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে হিসাব-নিকাশ ♦ বর্তমান সরকারের অধীনে যাওয়া নিয়ে দলের ভিতরে দ্বিমুখী অবস্থান

বিএনপির তলে তলে প্রার্থী বাছাই ♦ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে হিসাব-নিকাশ ♦ বর্তমান সরকারের অধীনে যাওয়া নিয়ে দলের ভিতরে দ্বিমুখী অবস্থান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপির ভিতরে-বাইরে চলছে আলোচনা। চলছে চুলচেরা হিসাব-নিকাশ। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না- এ নিয়ে কোনো ঘোষণা না দিলেও ভিতরে ভিতরে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। দলের হাইকমান্ড তারেক রহমানের নির্দেশনায় রাজপথে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট নেতাদের অনেক আগেই নির্দেশনা দিয়েছেন। প্রতিটি আসনে একাধিক নেতা কাজ করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। এ নিয়ে কারও মাঝে কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা ওজর-আপত্তি চলবে না। বিগত নির্বাচনের মতো তাড়াহুড়ো করে প্রার্থী বাছাই করতে গিয়ে যাতে এলোমেলো পরিস্থিতির সৃষ্টি না হয়- সেজন্য এবার আগে থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিচ্ছে দলটি। দলের নীতিনির্ধারণী মহলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে দলের শীর্ষ নেতাদের কেউ স্বনামে নির্বাচনী প্রস্তুতির ব্যাপারে কথা বলতে রাজি হননি।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি শতভাগ নির্বাচনমুখী দল। নির্বাচন করেই কয়েকবার সরকার গঠন করেছে। নির্বাচনের বিকল্প কিছু বিএনপি চিন্তা করে না। তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এ জন্যই আমরা ১০ দফা দাবি আদায়ে রাজপথে নেমেছি। কালকে যদি নিরপেক্ষ সরকার এসে দায়িত্ব গ্রহণ করে- তাদের অধীনে নির্বাচনে যেতে পরদিনই প্রস্তুতি নেবে বিএনপি। তবে এই অবৈধ সরকারের অধীনে বিএনপি কখনই কোনো নির্বাচনে অংশ নেবে না।বিস্তারিত

রাজনীতি