ভারতে বিবিসি কার্যালয়ে তল্লাশি অভিযানে নিন্দার ঝড়

ভারতে বিবিসি কার্যালয়ে তল্লাশি অভিযানে নিন্দার ঝড়

ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আয়কর বিভাগের তল্লাশি অভিযান নিয়ে দেশজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। এ ঘটনাকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আখ্যা দিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি দেশটির সংবাদপত্র মালিকদের সংগঠন পর্যন্ত এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

 

 

 

 

আজ মঙ্গলবার বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে একযোগে তল্লাশি অভিযান চালায় ভারতের আয়কর বিভাগ। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দুই কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পরই দেশটিতে বিবিসির দুই কার্যালয়ে অভিযান চালানোর ঘটনাটি ঘটলো। বিবিসির ওই তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে বিতর্ক সৃষ্টি করেছে।

 

তবে কর কর্মকর্তারা বলছেন, তল্লাশি নয়, ‘আয়কর জরিপের’ অংশ হিসেবে তারা বিবিসির কার্যালয় পরিদর্শন করেছেন। এদিকে এক বিবৃতিতে বিবিসি বলেছে, তারা আয়কর দপ্তরকে পূর্ণ সহযোগিতা করছে।

বিবিসি কার্যালয়ের সামনে মুম্বাই পুলিশের একটি গাড়ি। ছবি- এএফপি

গুজরাট দাঙ্গা নিয়ে নির্মিত তথ্যচিত্রের কারণেই আয়কর বিভাগ বিবিসির দুই কার্যালয়ে অভিযান চালায় বলে মনে করছেন দেশটির গণমাধ্যম বিশ্লেষকরা। তবে ক্ষমতাসীন বিজেপি দাবি করেছে, বিবিসি বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা।

বিবিসি কার্যালয়ে আয়কর কর্মকর্তাদের অভিযানকে অগণতান্ত্রিক ও মোদি সরকারের স্বৈরাচারী মনোভাব বলে উল্লেখ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।বিস্তারিত

আন্তর্জাতিক