সংসারে ব্যয়ের চাপে কাটছাঁট ইন্টারনেটে ইন্টারনেট গ্রাহক, ফেসবুক ব্যবহারকারী ও স্মার্টফোন উৎপাদন কমেছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ‘বড়’ কারণ।

সংসারে ব্যয়ের চাপে কাটছাঁট ইন্টারনেটে ইন্টারনেট গ্রাহক, ফেসবুক ব্যবহারকারী ও স্মার্টফোন উৎপাদন কমেছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ‘বড়’ কারণ।

কমতির ধারার সঙ্গে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে টেলিযোগাযোগ খাতের গবেষণাপ্রতিষ্ঠান লার্নএশিয়ার জ্যেষ্ঠ পলিসি ফেলো আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, ইন্টারনেট ব্যবহার কমে যাওয়া সরাসরি মানুষের আয় পরিস্থিতির সঙ্গে সংযুক্ত। ইন্টারনেট ব্যবহার না করলে মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাবে, বাংলাদেশ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। ফলে মানুষ ব্যয় কমাতে অন্য আরও উপায়ের সঙ্গে ইন্টারনেট ব্যবহার কমানোকে বেছে নিচ্ছে। তিনি বলেন, দেখতে হবে, মোবাইল ইন্টারনেটের ব্যবহার কমার বিপরীতে ব্রডব্যান্ডের ব্যবহার কী দাঁড়াল।

বিস্তারিত

 

তথ্য প্রুযুক্তি