গাইবান্ধা প্রতিনিধি, টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
গাইবান্ধা ও মাদারীপুরে ট্রাক ও বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গাইবান্ধা ও সাঘাটা সড়কের বটতলা পোড়াগ্রাম এলাকায় এবং মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ব্রিজের কাছে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালীর বাসিন্দা জাহিদ মিয়া (৩৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামে আব্দুল ওয়াহেদ (৫০) এবং মাদারীপুরের রাজৈরের গঙ্গাবর্দী গ্রামের সোনা মিয়ার ছেলে স্বপন মিয়া (২৮)।
সাঘাটা থানার এসআই জহুরুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহীরা বাদিয়াখালী বাজার থেকে সাঘাটা উপজেলার ভরতখালি আসার পথে বিপরীতদিক থেকে দ্রুতগামী একট ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও চালক সহকারী পালিয়ে যায়।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা ও বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রাম ব্রিজের কাছে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটিতে আগুন লেগে রাস্তার খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।