দেশের ইতিহাসে প্রথমবারের মতো মালিকানায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাংকাররা। আর ঐতিহাসিক এই সুযোগ সৃষ্টি করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক—মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এমপ্লয়িজ শেয়ার পারচেজ প্ল্যানের (ইএসপিপি) অধীন মোট আইপিও শেয়ারের ৭ দশমিক ১৪ শতাংশ ব্যাংকের কর্মচারীদের জন্য অনুমোদন দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।
এ শেয়ার কেনার সুযোগ থাকবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মাধ্যমে ৭০ কোটি টাকার পুঁজি সংগ্রহ করবে ব্যাংকটি। ব্যাংক কর্মচারীদের মধ্যে বণ্টন করা হবে ৫০ লাখ শেয়ার। বাকি ৬ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করা হবে যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে। শেয়ার বিক্রি থেকে অর্জিত আয় আইপিও খরচ মেটানোর পাশাপাশি সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হবে।
সাধারণ বিনিয়োগকারী ও অনিবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ ১০ হাজার টাকার শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য ৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর বাজারমূল্যে যথাক্রমে ন্যূনতম ৫০ হাজার ও ১ লাখ টাকার শেয়ার থাকতে হবে। আবেদন জমা দিতে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী, অনুমোদিত পেনশন তহবিল, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলের জন্য ন্যূনতম ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ডের জন্য তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগের পরিমাণ হবে ৩ কোটি টাকা। লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড মিডল্যান্ড ব্যাংকের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে। বিজ্ঞপ্তি