মাঠে মনোনয়নপ্রত্যাশীরা

মাঠে মনোনয়নপ্রত্যাশীরা

মনোনয়নপ্রত্যাশীদের পদচারণে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। জেলায় জোরালো হতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা। কথা বলে জানা যায়, যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটার সাধারণ। ঠাকুরগাঁওয়ে সংসদীয় আসন তিনটি। এর দুটি আওয়ামী লীগ ও একটি জাতীয় পার্টির দখলে।

ঠাকুরগাঁও : এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। আগামী নির্বাচনে তিনি আবারও দলের মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন চাইতে পারেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রনাথ রায়, জেলা আওয়ামী লীগের শাহেদুল ইসলাম সাহেদ, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা। বিএনপির নেতারা বলছেন, এ আসনে বিএনপির একক প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই এ আসনে। এ ছাড়া এ আসনে মনোনয়নপ্রত্যাশী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) জেলা সভাপতি ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি মনসুর আলী। জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলার সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির নেতা ইমরান হোসেন দলীয় মনোনয়ন চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ