আদালতে অভিযোগপত্র পাওনা চাইলে পিস্তল বের করে হত্যার হুমকি দিতেন সাহেদ  মোহাম্মদ সাহেদের ৪৩ ব্যাংক হিসাবে প্রায় ৯০ কোটি টাকা লেনদেনের     তথ্য পেয়েছে সিআইডি।

আদালতে অভিযোগপত্র পাওনা চাইলে পিস্তল বের করে হত্যার হুমকি দিতেন সাহেদ মোহাম্মদ সাহেদের ৪৩ ব্যাংক হিসাবে প্রায় ৯০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

করোনার ভুয়া সনদ কেলেঙ্কারিতে আলোচিত মোহাম্মদ সাহেদের ৪৩ ব্যাংক হিসাবে প্রায় ৯০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে তিনি ৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ২২৭ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে ৭ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেছেন সাহেদ। পাওনাদারেরা অর্থ চাইলে তিনি পিস্তল বের করে তাঁদের ভয় দেখাতেন।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদ ও তাঁর দুই সহযোগী এবং তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার সিআইডির তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে বলা হয়, করোনার ভুয়া সনদ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার মাধ্যমে সাহেদের প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।বিস্তারিত

অপরাধ