মাঠে প্রচারণা শুরু দুই দলেরই

মাঠে প্রচারণা শুরু দুই দলেরই

ঝিনাইদহ এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু দলীয় কোন্দল ও সাংগঠনিক দুর্বলতায় বিগত কয়েকটি সংসদ নির্বাচনে বিএনপির এক একটি করে আসন হাতছাড়া হতে থাকে। গত সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে চারটিতেই জয়লাভ করে আওয়ামী লীগ। আগামী নির্বাচনেও সবকটি আসনই দখলে রাখতে চায় দলটি। তবে বিএনপি প্রার্থীদের সঙ্গে তীব্র লড়াই করেই জিততে হবে আওয়ামী লীগের। এরই মধ্যে উভয় দলের প্রার্থীরা মাঠে তৎপরতা এবং প্রচার-প্রচারণাও শুরু করেছেন। বিগত দিনের ভুলত্রুটি তুলে ধরে প্রার্থীরা একে অপরের সমালোচনা করে বক্তব্য রাখছেন।

জেলায় আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই কোন্দল-বিভক্তি রয়েছে। এ ছাড়া মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা। জামায়াতে ইসলামী প্রকাশ্যে প্রার্থিতার ঘোষণা না দিলেও মাঝে-মধ্যে তারা ঝটিকা মিছিল করে নিজেদের অবস্থান জানান দেন।বিস্তারিত

জাতীয় রাজনীতি সারাদেশ