করা যাবে না বাড়তি কাজ, কর্মঘণ্টা শেষ হলেই বন্ধ হয়ে যাবে কম্পিউটার!

করা যাবে না বাড়তি কাজ, কর্মঘণ্টা শেষ হলেই বন্ধ হয়ে যাবে কম্পিউটার!

ভারতের ইন্দোরের একটি আইটি কোম্পানি কর্মীদের নির্ধারিত কর্মঘণ্টা শেষে বাড়ি ফেরাতে চালু করেছে এক অভিনব পদ্ধতি। যে সিস্টেমের ফলে কর্মীদের কম্পিউটার নির্ধারিত কর্মঘণ্টার শেষেই বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

সফটগ্রিড নামের ওই কোম্পানিটির স্বয়ংক্রিয় সিস্টেম অনুযায়ী কর্মঘণ্টার শেষ হওয়ার ১০ মিনিট পরই বন্ধ হয়ে যাবে কম্পিউটার। স্বাস্থ্যকর ও সুন্দর কর্মপরিবেশ ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

কম্পিউটারের সতর্ক বার্তায় লেখা থাকছেন, ‘ওয়ার্নিং, আপনার শিফট শেষ। ১০ মিনিটের মধ্যেই এই কম্পিউটার বন্ধ হয়ে যাবে। দয়া করে বাড়ি যান।’
এই ছবি পোস্ট করে কোম্পানিটির মানবসম্পদ বিশেষজ্ঞ তানভি খান্দেওয়ালা লিখেছেন, যখন আপনার কম্পিউটার একটি সুন্দর কর্ম পরিবেশ তৈরিতে কাজ করবে। তখন আপনার আর আলাদা করে সেটা করতে হবে না। আপনার মুড ভালো করতে কোনো মানডে মোটিভেশন কিংবা ফান ফ্রাইডে দরকার হবে না।

তিনি আরও বলেছেন, এখন কর্মপরিবেশ আরও সহজ করার সময়। সুখী পরিবেশ তৈরি করার সময়।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক নেটিজেন। কর্মবান্ধব এমন সিদ্ধান্তে কাজের মান আরও বাড়বে বলেই মনে করছেন তারা।

সূত্র: এনডিটিভি

তথ্য প্রুযুক্তি