শীত বিদায়, হালকা বৃষ্টি আসছে

শীত বিদায়, হালকা বৃষ্টি আসছে

বিশেষ প্রতিনিধি

শীত বিদায় নেওয়ার পর দিন ও রাতের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে। দিনের প্রখর রোদে তৈরি হওয়া বাষ্প আকাশে মেঘ হয়ে আবার ঝরতে শুরু করেছে। রোববার রাজধানীর পাশেই গাজীপুর ও টঙ্গীতে ঝিরিঝিরি বৃষ্টি ও আকাশে মেঘের ঘনঘটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারও দেশের গাজীপুর, ময়মনসিংহ ও সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি ও আকাশ মেঘলা থাকতে পারে।

 

 

তবে হালকা বৃষ্টির ছটায় তাপমাত্রা কমে যাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই। উল্টো বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়ছে। রাজধানীতে দিনে রীতিমতো ঠাঠা রোদ পড়েছে। সোমবারও দেশের বেশির ভাগ এলাকায় গরম বাড়তে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, শীত বিদায় নেওয়ায় এখন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। এতে দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণভাবে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বেশি তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য বেশি।

পরিবেশ