বাংলাদেশি এনআইডি-পাসপোর্ট পেতে আগ্রহী রোহিঙ্গাদের জন্য দালাল চক্রের রয়েছে তিনটি প্যাকেজ। চুক্তির দেড় থেকে দুই মাসের মধ্যে ৫-৬ লাখ টাকার বিনিময়ে একজন রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করে চলে যান দেশের বাইরে। এ সিন্ডিকেটে পাসপোর্ট ও নির্বাচন কমিশন অফিসের কয়েক কর্মকর্তা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, দালাল চক্র তিনটি প্যাকেজে রোহিঙ্গাদের সঙ্গে চুক্তি করে। সেগুলা হলো- শুধু এনআইডি তৈরি, এনআইডি ও পাসপোর্ট তৈরি এবং এনআইডি-পাসপোর্ট তৈরির পাশাপাশি দেশের বাইরে পাঠানো। শুধু এনআইডি তৈরির জন্য ১ লাখ থেকে দেড় লাখ, পাসপোর্ট তৈরিসহ প্যাকেজ আড়াই লাখ থেকে ৩ লাখ, সৌদি আরব, আরব আমিরাতসহ অন্য দেশে পাঠানোর জন্য নেওয়া হয় ৫ থেকে ৬ লাখ টাকা।।বিস্তারিত