বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে জোরদার ঢাকার। কোনোভাবেই এই দুই পরাশক্তির মধ্যকার দ্বন্দ্বের অংশীদার নয় বাংলাদেশ। তার পরও দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধের প্রভাব পড়ছে এ দেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার একটি জাহাজকে বাংলাদেশে প্রবেশ করতে না দেয়া নিয়ে এক ধরনের কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে।
এই ইস্যুতে সম্প্রতি রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে ঢাকাকে অবাক করেছে রাশিয়া। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ঢাকা। দিনভর গণমাধ্যমকর্মীদের অপেক্ষার পর গত বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘রাশিয়ায় আমাদের রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পেলে আমরা সেটি বিশ্লেষণ করব। এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বৃহস্পতিবার জানাব।’
বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে রাশিয়ান জাহাজ ছাড়াও দ্বিপক্ষীয় আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।বিস্তারিত