রাজধানীর কুড়িল বিশ্বরোডে তিন প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ২

রাজধানীর কুড়িল বিশ্বরোডে তিন প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ২

রাজধানীর কুড়িল বিশ্বরোডে তিনটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত পৌনে ২টায় বিমানবন্দর সড়কের উত্তরাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত তিনটি প্রাইভেটকারের একটির চালকের নাম মাসুদ রানা। তিনি আহতদের একজন। তার হাতে গুরুতর আঘাত পাওয়ায় রক্ত ঝরছে।

সমকালকে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত গাড়ি এটি, উবারে চালাই। পেছন থেকে আরেকটি দ্রুতগতির প্রাইভেটকার আমার গাড়িকে ধাক্কা দেয়। তখন আমার প্রাইভেটকার সামনের ট্রাকটিকে আঘাত করে। এতে আমার গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।’

পেছন থেকে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের চালক বলেন, ‘এখানে আগে থেকেই রাস্তার ভেতর একটি প্রাইভেটকার চাকা বিকল হয়ে পড়েছিল। সেটির কোনো লাইট জ্বলছিল না। হঠাৎ এটি নজরে আসায় পাশ কাটাতে গিয়ে আমার গাড়িটি সামনের অন্য প্রাইভেটকারে আঘাত করে।’

দুর্ঘটনায় মাসুদ রানার ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার/ ছবি- হাসনাত কাদীর।
এ সময় পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম পড়ে গিয়ে আহত হন।

তিনি বলেন, ‘পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আমি মোটরসাইকেল থেকে পড়ে যাই। পা ছুলে গেছে, হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। হাটতে পারছি না।’

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এই মুহূর্তে রাস্তার মাঝে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার তিনটি পড়ে আছে। এগুলো উদ্ধার করার জন্য র‍্যাকার আসছে।’

শীর্ষ সংবাদ