নেত্রকোনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন চাইবেন। তৃণমূলের নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের একাধিক প্রার্থীতে বেড়েছে একাধিক বিড়ম্বনা। পাশাপাশি আওয়ামী লীগে নবীন-প্রবীণ অনেক প্রার্থী থাকায় দলটির অবস্থা জটিল। অন্যদিকে, নানা হিসাব কষছে বিএনপি। জেলার পাঁচটি আসনের সবকয়টিতেই গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবারও দলটি আগের অবস্থান ধরে রাখতে চায়। অন্যদিকে আন্দোলনে বিজয়ের মাধ্যমে বিএনপি সংসদীয় আসনগুলোতে জয়লাভ করতে চায়।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) : এ আসনের বর্তমান এমপি আওয়ামী লীগ থেকে নির্বাচিত মানু মজুমদার। আবারও তিনি প্রার্থী হবেন। এ ছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন, সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান খান আঁখির ও ছাত্রলীগের কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি এরশাদুর রহমান মিন্টু। এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কর আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আবদুর রাশেদ। কলমাকান্দায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে ফেরা স্থানীয় প্রভাবশালী নেতা গোলাম রব্বানী আবার পুরনো দলে যোগ দিয়েছেন। ফলে বিএনপির জন্য দুর্গাপুর-কলমাকান্দা আসনটি কঠিন হয়ে পড়েছে।বিস্তারিত