ইউক্রেনে রুশ আগ্রাসনের সমাধান শিগগির হচ্ছে না

ইউক্রেনে রুশ আগ্রাসনের সমাধান শিগগির হচ্ছে না

এক বছর আগে আজকের দিনে (২৪ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ক্রিমিয়ার মতো আরেকটি অংশকে দখলে নেওয়ার জন্য যে ‘বিশেষ অভিযান’ শুরু করেছিলেন, তা এখন এমন এক যুদ্ধের রূপ নিয়েছে, যা কীভাবে শেষ হবে, তা কেউই বলতে পারছে না। তবে শিগগিরই যে ইউক্রেনে রক্তপাত এবং বাকি বিশ্বের ভোগান্তির ইতি ঘটছে না, তা নিশ্চিত করেই বলা যায়। এ ভোগান্তি শুধু অর্থনৈতিক নয়; তার সঙ্গে আছে ভূরাজনীতির জটিল গতিধারার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব।

ইউরোপে এখন একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা ক্রমেই দানা বাঁধছে। এই পটভূমিতেই গত বুধবার ওয়ারশতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো সামরিক জোটের সদস্য পূর্ব ইউরোপের নয়টি দেশ–বুখারেস্ট নাইনের নেতাদের কাছে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন যে তাঁরা কেউ আক্রান্ত হলে পুরো ন্যাটোই আক্রান্ত হয়েছে গণ্য করে তার জবাব দেওয়া হবে। এর আগের দিন পুতিন ২০১০ সালে স্বাক্ষরিত নতুন কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিতের ঘোষণা দেন।বিস্তারিত

আন্তর্জাতিক