কোরবানিসহ খরচ সাত লাখ, হজ নিবন্ধনে আগ্রহ কম অস্বাভাবিক ব্যয়

কোরবানিসহ খরচ সাত লাখ, হজ নিবন্ধনে আগ্রহ কম অস্বাভাবিক ব্যয়

কিশোরগঞ্জের আব্দুল হাই একটি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি কয়েক বছর ধরেই নিয়ত করে আসছেন হজের খরচ আরেকটু কমলে টাকা জমা দেবেন। তার সে ইচ্ছে যেন পূরণ হওয়ার নয়। চার বছর ধরেই হজের খরচ বাড়ছে অস্বাভাবিক হারে। ফলে এবারও হাইয়ের পক্ষে হজে যাওয়া সম্ভব হচ্ছে না।
শুধু হাই নয়, তার মতো এ রকম আরও হাজার হাজার নিম্ন মধ্যবিত্ত মানুষ হজ পালন থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে করোনা মহামারির পর এ বছরই বাংলাদেশ তার পূর্ণ কোটায় হজে পাঠানোর সুযোগ পেয়েছে। এতে অনেকেই নতুন করে হজে যেতে আগ্রহী হয়ে ওঠেন।
কিন্তু গত মাসে হজের প্যাকেজ ঘোষণা করার পর অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। হাইয়ের মতোই হাজার হাজার লোক হজ নিবন্ধন থেকে বিরত রয়েছেন। তাদের একটাই কথা-প্যাকেজ অনুযায়ী এবার কোরবানিসহ ব্যয় সাত লাখ টাকা ছাড়িয়ে যাবে। এত টাকা খরচ করে হজে যাওয়া সম্ভব নয়। ৩/৪ লাখ টাকা হলে তাদের পক্ষে সম্ভব ছিল।
এদিকে হজের এত অস্বাভাবিক খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাব, আটাবসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন। তাদের মতে ঘোষিত প্যাকেজ কোরবানিসহ এবার হজের খরচ পড়বে সাত লাখ টাকার ওপরে। এত টাকা ব্যয়ে এবার অনেকেই হজে যাবেন না। ফলে এবারের একলাখ ২৭ হাজার হাজির কোটাও পূরণ হবে কিনা সে সংশয় দেখা দিয়েছে। এসব সংগঠন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ব্যয় কমানোর দাবি জানিয়েছে। হজের এবারের ব্যয়কে নজিরবিহীন ও তুঘলকি কা- বলে চরম ক্ষোভ প্রকাশ করে আটাব সভাপতি এসএন মঞ্জুর মোর্শেদ বলেন, দুনিয়ার কোথাও এক লাফে বিমান ভাড়া এত বাড়ানো হয়নি।বিস্তারিত

জাতীয়