রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ছাত্রদের সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলেজে ছাত্রলীগের টেন্টে (তাঁবু) সময় দিতে হয়। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর নগরের মণিচত্বরে হওয়া জমায়েতেও থাকতে হয়।
ছাত্রলীগ ও মহানগর আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকলে তাতে যোগ দেওয়া বাধ্যতামূলক। কেউ যেতে না চাইলে করা হয় ‘নির্যাতন’। এ কারণে ঠিকমতো ক্লাস করা যায় না, পড়ালেখা ব্যাহত হয়। এই অভিযোগ ছাত্রাবাসের সাধারণ আবাসিক শিক্ষার্থীদের।
ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দিতে আপত্তি করায় গত বুধবার সন্ধ্যার পর থেকে ছাত্রাবাসের কক্ষে কক্ষে গিয়ে অন্তত ৩০ ছাত্রকে মারধর করা হয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ ছাত্ররা। এর আগে কর্মসূচিতে যাওয়া নিয়ে ১৬ ফেব্রুয়ারি ছাত্রাবাসের সাত-আট শিক্ষার্থীকে মারধর করা হয়েছিল।বিস্তারিত