ছিনতাইয়ের প্রস্তুতি: ২৯ ছিনতাইকারী আটক

ছিনতাইয়ের প্রস্তুতি: ২৯ ছিনতাইকারী আটক

রাজধানীর মোহাম্মপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি ও তেজগাঁও থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২৯ জন ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-২।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এতে পথচারী ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচলের সময় ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। নারী-পুরুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ সবাইকে এর কবলে পড়তে হয়। এরই পরিপেক্ষিতে র‍্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায়।

আটককালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু ও ক্ষুর জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়-ভীতি দেখিয়ে সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো তারা। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরাধ