দুটি বেসরকারি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বছরখানেক আগে ব্যাটারিচালিত একটি রিকশা কেনেন মোহাম্মদ আলী। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেটি চালিয়ে যা আয় হয়, তা দিয়ে চলে হতদরিদ্র মোহাম্মদ আলীর সংসার। একার আয়ে ঢাকায় পরিবার নিয়ে চলতে পারবেন না, সে জন্য তিনি একা মেসে থাকেন।
স্ত্রী, দুই ছেলে আর দুই মেয়ে থাকেন গ্রামে। ভোরে অটোরিকশা নিয়ে বের হয়ে রাত ১০টা পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করেন। মাঝেমধ্যে পুলিশ গাড়ি ধরে, আবার ছেড়েও দেন। তবে ১৮ ফেব্রুয়ারি মোহাম্মদ আলী চরম বিপদের মুখোমুখি হন। সেদিন রাতে পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্র সায়েদাবাদ থেকে তাঁর রিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।বিস্তারিত