করোনা মহামারির পর সব খাতেই চলছে মন্দা ভাব। তথ্যপ্রযুক্তি খাতও নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। এ খাতের উদ্যোক্তারা বলছেন, দুঃসময় কাটিয়ে উঠতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন, যাতে অংশ থাকবে তাঁদেরও। তাহলেই বিশ্ব প্রযুক্তি বাজারে বাংলাদেশ শক্ত স্থান করে নেবে। তথ্যপ্রযুক্তি হয়ে উঠবে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাত। সম্ভাবনার এই দুয়ার উন্মুক্ত করার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে চার দিনব্যাপী বেসিস সফেএক্সপো-২০২৩। একে বলা হচ্ছে, এ পর্যন্ত বাংলাদেশে আয়োজিত তথ্যপ্রযুক্তি খাতের সেরা আয়োজন। চার দিনের এ প্রদর্শনীর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতাকে বিশ্বের সামনে তুলে ধরা হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এবারের মেলার থিম ‘নতুন পৃথিবীতে স্বাগত :এই পৃথিবী একেবারে নতুন, চৌকস।’ স্মার্টভার্সে স্বাগতম- এই স্লোগান সামনে রেখে আয়োজিত এবারের সফটএক্সপো মাধ্যমে বাংলাদেশের আইটি খাতে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন খাত-সংশ্নিষ্টরা। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ সমকালকে বলেন, ‘২০০৩ সালে শুরু হয় বেসিস সফটএক্সপো। এবার হচ্ছে ১৭তম আয়োজন। এই প্রদর্শনীর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশে তথ্যপ্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগে উৎসাহী হবেন। এর মাধ্যমে ২০২৫ সাল নাগাদ সরকারের ৫ বিলিয়ন ডলার রপ্তানির আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়ে যাবে তথ্যপ্রযুক্তি খাত। এর ধারাবাহিকতায় দেশ পরিণত হবে স্মার্ট বাংলাদেশে।’বিস্তারিত