দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নরসিংদীর রাজনৈতিক অঙ্গন। প্রার্থিতা জানান দিতে মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় কর্মকাণ্ডে সরব উপস্থিতিসহ সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন নেতারা। কোনো কোনো প্রার্থী শীতার্র্তদের কম্বল ও অসহায়দের সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ করছেন।
জেলার পাঁচটি সংসদীয় আসনই আওয়ামী লীগের দখলে রয়েছে। আগামী নির্বাচনে সব কটি আসনই পেতে চায় দলটি। তবে আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি। আর একক নির্বাচন করতে চায় জাতীয় পার্টি।
আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা বলছেন, পাঁচটি আসনই ধরে রাখতে কাজ করছে জেলা আওয়ামী লীগ। সে অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। বিএনপি বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ বিএনপি প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবে। খোঁজ নিয়ে জানা যায়, মনোনয়নপ্রত্যাশী নেতারা দল ও এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। কারা দলীয় প্রার্থী হতে পারেন এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যেও আলোচনা চলছে। কিছু প্রার্থী এলাকায় অনুপস্থিত থাকলেও নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা গেছে।বিস্তারিত