তুরস্কের ভূমিকম্প ভয় দেখাচ্ছে রাজধানী ঢাকাকেও। যে কোনো সময় ঢাকাতেও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তাই ভূমিকম্পে করণীয় ঠিক করতে শিগগিরই একটি গাইডলাইন দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ঢাকা শহরের সরকারি ভবনগুলোর ওপর একটি সমীক্ষা করেছে রাজউক। তাতে ৩ হাজার ২০০টি ভবন সমীক্ষা করে ২ হাজার ৮০০ ভবনই ঝুঁকিপূর্ণ হিসেবে পাওয়া গেছে। এর মধ্যে ২৪০টি ভবন রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ। রাজউক বলছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করতে হবে আর অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো যত দ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।
রাজউক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, তুরস্কের মতো ঢাকায়ও যদি সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। বিশেষ করে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম চালানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে নেই। রাজউকের কর্মকর্তাদের মধ্যে অনেকেই বলেছেন তুরস্ক একটি উন্নত দেশ, সেখানেই উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। ঢাকায় এই মাত্রায় ভূমিকম্প হলে ভবনগুলো মাটির নিচে দেবে যেতে পারে। উদ্ধার কার্যক্রমের জন্য রাস্তাও পাওয়া যাবে না। এসব বিষয় মাথায় রেখেই কর্মপরিকল্পনা করা দরকার।বিস্তারিত