গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

গ্রিসে যাত্রীবাহী এবং কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ জন। আহত হয়েছেন আরও ৮৫ জন।

মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চলছে।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে জানান, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।
ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন।

আন্তর্জাতিক