চুরি সিস্টেম লসে ডুবছে বিদ্যুৎ খাত ♦ বিশ্বের গড় সিস্টেম লস ৮%, বাংলাদেশে প্রায় ১১% ♦ দিনে গায়েব ১৮ কোটি টাকার বিদ্যুৎ ♦ চুরির ক্ষতি যাচ্ছে সিস্টেম লসের খাতায় ♦ বিল বাড়িয়ে দায় চাপানো হচ্ছে গ্রাহকের ঘাড়ে

চুরি সিস্টেম লসে ডুবছে বিদ্যুৎ খাত ♦ বিশ্বের গড় সিস্টেম লস ৮%, বাংলাদেশে প্রায় ১১% ♦ দিনে গায়েব ১৮ কোটি টাকার বিদ্যুৎ ♦ চুরির ক্ষতি যাচ্ছে সিস্টেম লসের খাতায় ♦ বিল বাড়িয়ে দায় চাপানো হচ্ছে গ্রাহকের ঘাড়ে

২০২১-২২ অর্থবছরে দেশে মোট বিদ্যুৎ শক্তি উৎপাদন (আমদানিসহ) হয়েছে ৮৫ হাজার ৬০৭ মিলিয়ন ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা)। এর মধ্যে ৮ হাজার ৯১২ মিলিয়ন ইউনিট বিদ্যুৎই গচ্চা সিস্টেম লসের খাতায়। চুরির মাধ্যমে বিদ্যুৎ লুটপাট করে দেখানো হচ্ছে সিস্টেম লস হিসেবে। গ্রাহকের কাছে প্রতি ইউনিট বিক্রয়ের গড় মূল্য ৭ টাকা ৬২ পয়সা  (ডিমান্ড চার্জ ছাড়া ডেসকোর বিক্রয় দর) ধরে অপচয় হওয়া বিদ্যুতের মূল্য দাঁড়ায় প্রায় ৬ হাজার ৭৯০ কোটি ৯৪ লাখ টাকা। প্রতিদিন নষ্ট  হয় ১৮ কোটি ৬০ লাখ টাকার বিদ্যুৎ। এর সঙ্গে বেসরকারি অলস বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দেওয়া বিপুল পরিমাণ ক্যাপাসিটি বিল্ডিং চার্জ ও অন্যান্য ভর্তুকি যোগ করলে ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে বহুগুণ। দিন শেষে বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে এই ক্ষতি চাপছে গ্রাহকের ঘাড়ে। শুধু চুরি ঠেকাতে পারলেই বছরে অন্তত ২ হাজার ৮৭৭ কোটি টাকা বাঁচানো যেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিস্তারিত

জাতীয়