আবারও বিস্ফোরণে কেঁপে উঠল চট্টগ্রামের সীতাকুণ্ড। ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন উৎপাদনকারী কারখানায় অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত হয়েছেন। এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিস্ফোরণে নিহত পাঁচজনের লাশ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে রাখা হয়েছে আরেকজনের লাশ।’ নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন শামসুল আলম (৬৫), মো. ফরিদ (৩৬), রতন (৪৫), আবদুল কাদের (৪০) ও সালাউদ্দিন (৩৩)। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০ জনকে, যাদের সিংহভাগেরই অবস্থা সংকটাপন্ন। গতকাল বিকালে জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। তবে সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘অক্সিজেন প্লান্ট বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। বিস্তারিত