একসময় ভ্রমণ গাইড হিসেবে কাজ করতেন জেমস কাতিবা। তিনি দেখলেন, ভারী বৃষ্টির পর হ্রদে অনেক প্লাস্টিক বর্জ্য জমা হয়। সেগুলো সরাতে অভিনব এক উদ্যোগ নেন তিনি। কাতিবা ২০১৭ সালে নৌকা নির্মাণের কাজ শুরু করেন। তিনি বুঝতে পারেন, এ নৌকা দিয়ে লেক ভিক্টোরিয়ার তীরে তিনি টেকসই একটি ব্যবসা গড়ে তুলতে পারবেন। ভাসমান রেস্তোরাঁ ও বারটিতে অনেক ভ্রমণপিপাসু আনন্দ খুঁজে পাবেন।
উগান্ডার রাজধানী কাম্পালার উপকণ্ঠে অবস্থিত লুজিরা এলাকায় যাঁরা বেড়াতে আসেন, তাঁদের অনেকেই নৌকাটি তৈরির পেছনের ইতিহাস জানেন না। কাতিবা বলেন, আফ্রিকার সবচেয়ে বড় হ্রদগুলোর একটিকে রক্ষা করাই তাঁর এই নৌকা বানিয়ে ব্যতিক্রমী ব্যবসা পরিচালনার মূল লক্ষ্য।বিস্তারিত