রবিবার সকাল ১০টা ৫০ মিনিট। হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির আশপাশের এলাকা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় সায়েন্স ল্যাবরেটরি মোড়ের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পার্শ্ববর্তী বাণিজ্যিক ভবন শিরিন ম্যানশনের দুটো ফ্লোর। প্রলয়ঙ্করী এই বিস্ফোরণে আহত অন্তত ২০ জনের তিনজনকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি ১৭ জনের মধ্যে ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহতরা হলেন- শফিকুজ্জামান (৪৫), আবদুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে গতকাল রাত পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি সরকারি সংস্থাগুলো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বলেছেন, ঘটনাস্থলে বিস্ফোরক জাতীয় কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।বিস্তারিত