রাজধানীর প্রাণকেন্দ্র বাংলামোটরে জাল নকশায় তৈরি করা হয়েছে ২০ তলা ভবন। সরকারের কাছ থেকে লিজ নেওয়া জমিতে অংশীদারি চুক্তিতে এই ভবনটি নির্মাণ করেছে নামকরা ডেভেলপার কোম্পানি ট্রপিক্যাল হোমস লিমিটেড।
ভবন নির্মাণের পর নিজেদের ভাগের অধিকাংশ বিক্রিও করেছে প্রতিষ্ঠানটি। আর ভবনের ছয় তলায় গড়ে তুলেছে নিজস্ব বিলাসবহুল অফিস।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এই জালজালিয়াতির সার্বিক কার্যক্রম। ১০ কাঠা জায়গার ওপর চোখের সামনে নিয়ম ভেঙে ২০০১ সালে বহুতল ভবনটির নির্মাণকাজ শুরু হয়।
এ ধরনের ভবন তৈরিতে ওই সময় ৭টি প্রতিষ্ঠানের ছাড়পত্রের দরকার হলেও তা নেওয়া হয়নি। অবৈধ এই ভবনের স্পেস বিক্রির অনুমোদন রাজউক কীভাবে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
শুধু অবৈধ নির্মাণই নয়, ভবনের পশ্চিম পাশে সড়কসংলগ্ন সরকারি প্রায় ১০ কাঠা খাসজমিও দখলে নিয়েছে ট্রপিক্যাল হোমস। এছাড়াও নিয়ম ভেঙে ভবনের দুটি কার পার্কিংয়ের বেজমেন্ট অফিস ও গুদাম হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে।
যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে উল্লিখিত সব চাঞ্চল্যকর তথ্য। সেখানে আরও পাওয়া যায়, ১৯৯৬ সালের ২ এপ্রিল বাংলামোটর এলাকার ১৩/এ ময়মনসিংহ রোডে ১০ কাঠার একটি প্লট বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সকে (বিআইপি) লিজ দেয় সরকার (লিজ দলিল নং ৬৩৮)।বিস্তারিত