আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক বছর বাকি থাকলেও সিরাজগঞ্জে এখনই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জেলার ছয়টি আসনেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।
রাজপথ দখলে রেখে মাঠে নিজেদের ভিত শক্তিশালী করার চেষ্টা করছে আওয়ামী লীগ। দলীয় নেতাদের দাবি, উন্নয়নের চিত্র দেখে জনগণ টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। অন্যদিকে বিএনপি বলছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ–১ (কাজিপুর–সদরের একাংশ) : আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত এ আসন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর উপ-নির্বাচনে তার ছেলে তানভীর শাকিল জয় আসনটির বর্তমান সংসদ সদস্য। আগামী নির্বাচনেও তিনি মনোনয়ন প্রার্থী। জয় ছাড়াও আসনটিতে তার চাচাতো ভাই আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য ড. মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম রিপন নির্বাচনী মাঠে রয়েছেন।বিস্তারিত