আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন অন্তত ৫৮৪ জন। নিখোঁজ রয়েছেন ৩৭ জন।
প্রবল ঘূর্ণিঝড়ে মালাউই-এর বহু এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি এবং উপড়ে গেছে গাছপালা। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।
মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে, ঘূর্ণিঝড়টি দুর্বল হচ্ছে। তবে দক্ষিণ মালাউই জেলার বেশিরভাগ অংশে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
স্থানীয় সময় গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক বিভাগের কমিশনার চার্লস কালেম্বা মঙ্গলবার সিএনএনকে বলেছেন, দক্ষিণ মালাউইতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি অনেক খারাপ। অনেক জায়গা বন্যায় প্লাবিত হয়েছে। অনেক রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। একইসঙ্গে বন্ধ হয়ে গেছে মোবাইল পরিষেবা। এটা আরও ভয়ানক হয়ে উঠছে।
কালেম্বা বলেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি যোগ করেন, উদ্ধার অভিযানে আমাদের ভারি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। কিন্তু সেগুলো বৃষ্টির কারণে যেতে পারছে না।